মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প : বহু হতাহতের শঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভবন ধসে অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। রাজধানী মেক্সিকো সিটির নিকটবর্তী পুয়েবলা স্টেটে গতকাল মঙ্গলবারের এই ভূমিকম্পে পাঁচজনের নিহতের খবর স্থানীয় সংবাদমাধ্যমে এসেছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক মানুষ চাপা পড়েছে। এ ঘটনায় বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে। টেলিভিশনে আসা ছবিতে দেখা গেছে, রাজধানীতে একটি বহুতল ভবনের মাঝের একটি ফ্লোর ধসেছে, সেখানে ছুটে যাচ্ছেন জরুরি সেবাদাতারা। অপর একটি ভিডিওতে দেখা গেছে, একটি সরকারি ভবনের এক পাশ সরে এসে রাস্তায় পড়ছে এবং পথচারীরা চিৎকার করছে। মেক্সিকো সিটির দক্ষিণ দিকের শহর কুয়েরনাভাকায় ধসে পড়া ভবনের নিচে অনেকে চাপা পড়েছে বলে স্থানীয় রেডিওর সংবাদে বলা হয়েছে। বেসামরিক সুরক্ষা বিভাগের একজন কর্মী স্থানীয় টিভিকে বলেন, মেক্সিকো সিটিতে আগুন ধরে যাওয়া কয়েকটি ভবনের মধ্যে মানুষজন আটকা পড়েছেন। রাজধানীতে আতঙ্কিত লোকজন ছুটে এসে রাস্তায় অবস্থান নিয়েছেন এবং শহরের অনেক এলাকায় বিদ্যুত ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।