চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের ভাড়া বাসা থেকে চুরি হওয়া মালামাল এক দিন পরে উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের ভাড়া বাসা থেকে চুরি হওয়া মালামাল এক দিন পরে উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার সকালে বাড়ি বাসার ফুলের টবের মধ্যে একটি ব্যাগে সোনার গহনাগুলো পাওয়া যায়। তবে তার মধ্যে এক ভরি কম আছে বলে জানা গেছে। চুরি হওয়া মালামাল কিভাবে ওখানে এসে সেটা যেমন উদঘটন করা সম্ভব হয়নি তেমনি চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য: চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার একটি বাড়িতে ভাড়ায় খাকেন। জেলা প্রশাসক দেশের বাহিরে থাকায় তিনি বর্তমানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। গত রোববার সকাল ১০টার দিকে তার বাসা থেকে ৭ ভরি সোনার গহনাসহ মূল্যবান মালামাল চুরি হয়।