আর নয় ভিক্ষা, কর্মই হোক দীক্ষা নাটকের মোড়ক উন্মোচন

গাংনী প্রতিনিধি: ভিক্ষুক সমাজের বাস্তবতা ও তাদেরকে সমাজের মূল ধারায় যুক্ত করার প্রয়াস নিয়ে নির্মিত ‘আর নয় ভিক্ষা, কর্মই হোক দীক্ষা’ নাটকের মোড়াক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে মেহেরপুর গাংনী পৌর মেয়রের বাড়ির সামনে মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে নাটকের ভিডিও প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা। কাজী মহাম্মদ আলী পিকুর রচনা ও পরিচালনা এবং জনপ্রিয় কৌতুকশিল্পী হুমায়ন কবিরী টুকু অভিনীত নাটকটি দেখা যাবে ংঁশযসবফরধ নামের ইউটিউব চ্যানেলে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ও নাটকটির রচয়িতা বিশিষ্ট লেখক কাজী মহাম্মদ আলী পিকু।
নাটকের রচয়িতা ভিক্ষুকদের বাস্তবতার নিরিখে সাজিয়েছেন গল্পের বিভিন্ন স্তর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে গড়ে উঠেছে ভিক্ষুক ব্যবসার সিন্ডিকেট। সুস্থ-সুন্দর মানুষ কীভাবে প্রতিবন্ধী সেজে ভিক্ষা করতে গিয়ে সহানুভূতি আদায় করেন তার চিত্র ফুটে উঠেছে যথার্থভাবেই। অপরদিকে ভিক্ষার নির্ধারিত দিনে একই প্রতিষ্ঠান কিংবা বাসা-বাড়িতে একাধিক ভিক্ষুকের আগমন। দুই থেকে পাঁচ টাকার নিচে ভিক্ষা না নেয়া এবং ভিক্ষাদাতাদের সাথে ভিক্ষুকদের নরম-গরম সম্পর্কের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। তুলে ধরা হয়েছে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার পেছনের অনিবার্য ঘটনা। নাটকটির শেষ প্রান্তে গিয়ে ভিক্ষা ছেড়ে কর্ম খুঁজেছেন ভিক্ষুকরা। অসম্মান ও অমর্যাদার এই নি¤œপেশার মানুষেরা সম্মান ফিরে পেতে ভিক্ষা ছাড়ার অঙ্গীকারও করেন। একই সাথে সরকারের চলমান ভিক্ষুকমুক্ত কর্মসূচির বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে নাটকটিতে। প্রায় সবগুলো দৃশ্যেই রসাত্মক অভিনয়ে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছেন। দক্ষ অভিনয় দিয়ে সকলের মন কেড়েছেন ঝিনাইদহের কৃতীসন্তান নন্দিত কৌতুক স¤্রাট হুমায়ন কবিরী টুকু ও তার দল।