হরিণাকুন্ডুতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

হরিণাকুন্ডু প্রতিনিধি: পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানকে প্রতিপাদ্য করে শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে প্রতিষ্ঠান প্রধানদের করণীয় শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দিলারা রহমান এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুখ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল। অর্ধ শতাধিক প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়ার বিকল্প নেই। এ লক্ষ্যে শিক্ষা বান্ধব সরকার শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে হরিণাকুন্ডুতে ডিজিটাল হাজিরা চালু, কোচিং বাণিজ্য বন্ধ এবং শিক্ষার্থীদের ঝরেপড়া প্রতিরোধের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি সাধনে প্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।