চুয়াডাঙ্গা সরোজগঞ্জ এলাকায় বিভিন্ন রাস্তার পাশে বালুর ব্যবসা

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ এলাকার রাস্তার পাশে বালু ব্যবসায়ীরা বালুর স্তুপ করে রাখায় সাধারণ মানুষ ও যান চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। এছাড়া বৃষ্টি না হওয়াই বালু শুকিয়ে যাওয়াই পাশদিয়ে যানবাহন চলাচল করাই বালু উড়তে শুরু করেছে। এতে করে পথচারীরা নানা সমস্যায় পড়ছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রাস্তার পাশে বালু রেখে ব্যবসা করায় যানবাহন সাইড দিতে গিয়ে রিকশা ভ্যান মোটরসাইকেল এমনকি পথচারীরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন। কিছু অসাধু ব্যবসায়ী প্রত্যন্ত অঞ্চল থেকে বালু এনে রাস্তার দু পাশে রেখে ব্যবসা করছেন। এতে রাস্তায় চলাচলকারী সকলকেই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দু পাশে ফুটপাত দখল করায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্যস্ততম সড়কের পাশে বালু রাখা বন্ধ করাসহ অবিলম্বে দখল মুক্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।