চালের বাজারে অস্থিরতা : মজুদদারদের বিরুদ্ধে অভিযান

কৃত্রিম ঙ্ক সৃষ্টি করলে ব্যবস্থাআইজিপি : দাম বৃদ্ধিতে কারসাজি নেই দাবি মিল মালিকদের

স্টাফ রিপোর্টার: চালের বাজারে অস্থিরতার জন্য দায়ী মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইতোমধ্যে চিহ্নিত কয়েকজন মজুদদারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। নির্দেশ পেয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। গত রোববার কুষ্টিয়ায় চালকল মালিকদের শীর্ষ নেতা রশিদের গুদামে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার কুষ্টিয়ার  ভেড়ামারা, কুমিল্লা, চাঁদপুর, নাটোর, রাজশাহীসহ কয়েকটি স্থানে মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। রাজশাহীতে দুই ব্যবসায়ীকে আটকের পর জরিমানা করে পরে ছেড়ে দেয়া হয়। এছাড়া অভিযানকালে আরও কয়েকটি স্থানে চালকল মালিক ও ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। তবে বাণিজ্যমন্ত্রীর নির্দেশের পরও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অভিযান হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের প্রভাবশালী মিল মালিকদের কাছে বিপুল পরিমাণ ধান-চাল মজুদ থাকার অভিযোগ থাকলেও সেখানে অভিযান চলেনি।

এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান ও খোলাবাজারে চাল বিক্রি শুরু হলেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। চালের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এক সপ্তাহের ব্যবধানে চালের কেজি ৮ থেকে ১০ টাকা বেড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে মোটা চাল ৫০ টাকার ওপরে কেজি বিক্রি হচ্ছে। আর এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ক্রেতারা দাম বৃদ্ধির জন্য মজুদদারি তথা মিলারদের দায়ী করছেন। গোয়েন্দা তথ্যেও মজুদদারির বিষয়টি বেরিয়ে এসেছে। তবে মিলাররা এ অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, তাদের কাছে পর্যাপ্ত মজুদ নেই। দাম বৃদ্ধিতে তারা কোনো কারসাজি করেননি। অপরদিকে চাল নিয়ে কারসাজির বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সোমবার পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে, মজুদদারির বিরুদ্ধে আইন আছে, মজুদ করে সঙ্কট সৃষ্টির চেষ্টা করলে কেউ রেহাই পাবেন না।