চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী স্ব-সহায়ক দলের প্রশিক্ষণ উদ্বোধন

ভালাইপুর প্রতিনিধি: প্রতিবন্ধীদের স্ব-সহায়ক দলের নেতৃবৃন্দের সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ক ২দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার হলরুমে ডিআরআরএ ও এলএফ নেদারল্যান্ডসের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। সভাপতিত্ব করেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লা আল সামি, স্ব-সহায়ক দলের সাধারণ সম্পাদক লিপিয়া পারভীন, প্রাইড প্রকল্পের প্রোগ্রাম ফোকাল সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশার সহসমন্বয়কারী আরিফুর রহমান। সহযোগিতায় ছিলেন প্রকল্পের কো-ওয়ার্কার মহিবুল হাবীব ও আসাদুজ্জামান। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধীতার ধরণ ও লিঙ্গ অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনা করে শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, বিদ্যামান কারিগরি প্রশিক্ষণসহ প্রতিবন্ধীর প্রবেশগম্যতা নিশ্চিত করা।

Leave a comment