দামুড়হুদায় দু বিঘা জমির ফলন্ত কুমড়োর গাছ কেটে বিনষ্ট

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রাতের আঁধারে দু বিঘা জমির ফলন্ত মিষ্টিকুমড়োর গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। গত শুক্রবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই কুমড়োর ক্ষেত কেটে দেয়া হয়েছে মর্মে ক্ষতিগ্রস্ত কুমড়ো চাষি আসাদুল একই গ্রামের হাফিজুর রহমানসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃতু ইছাহাক আলীর ছেলে আসাদুল হক (৪৫) নিজ গ্রামের নারকেলডোবা মাঠে দু বিঘা জমিতে মিষ্টি কুমড়োর আবাদ করেন। ক্ষেতে অসংখ্য কুমড়োর জালি ধরা অবস্থায় ফলন্ত ওই কুমড়োর ক্ষেত কেটে বিনষ্ট করা হয়। ওই জমি নিয়ে একই গ্রামের আবু তাহের ম-লের ছেলে হাফিজুর রহমানের সাথে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে হাফিজুরসহ অজ্ঞাত ২-৩ জন মিলে গত শুক্রবার রাতে ফলন্ত কুমড়োর গাছ কেটে বিনষ্ট করছে বলে তিনি সন্দেহ পোষণ করছেন। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কুমড়ো চাষি আসাদুল হক।