কোটচাঁদপুরে স্কুল কমিটির অবৈধ সিদ্ধান্তে প্রধান শিক্ষকের সাংবাদিক সম্মেলন

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত কৃত প্রধান শিক্ষক আশরাফুজ্জামান অবিলম্বে তার বিরুদ্ধে বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতিতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বলাবাড়িয়া বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত কৃত প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। এ সময় শিক্ষক নেতা নজরুল ইসলাম এবং টিআসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারী নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আশরাফুজ্জামান বলেন, গত ১৬ সালের ১৬ আগস্ট আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার কারণ দেখিয়ে ম্যানেজিং কমিটি আমাকে সাময়িক বরখাস্ত করে। গত ৬ আগস্ট ২০১৭ মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন রায় মোতাবেক কোনো শিক্ষককে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না এই মর্মে বিদ্যালয় পরির্দশক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের স্মারক মোতাবেক একটি আদেশ জারি করেছেন। ওই আদেশের প্রেক্ষিতে স্ব-পদে বহালের জন্য সভাপতি বরাবর গত ২৭ আগস্ট ১৭ আবেদন এবং ওই আবেদনের কপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।