সড়ক মহাসড়কের ওপর হাট-বাজার : জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার: সড়ক মহাসড়কের ওপর হাট-বাজার বসায় সৃষ্টি হয় যানজট। আর এতে পোহাতে হয় দুর্ভোগ। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কুষ্টিয়া-যশোর মহাসড়কের ওপর বিত্তিপাড়া, শেখপাড়া, মদনডাঙ্গা, চড়ুইবিল, গাড়াগঞ্জ, ভাটই, ঝিনাইদহ সদর, তেতুঁলতলা, বিষয়খালী, কালীগঞ্জ, বারোবাজার, বারিনগর ও চুড়ামনকাঠিতে হাট বসে। মাগুরা ভায়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ইছাখাদা, হাটগোপালপুর, গোয়ালপাড়া, মধুপুর, নগরবাথান, হলিধানী, ডাকবাংলো, বদরগঞ্জ ও সরোজগঞ্জ, কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কে কোটচাঁদপুর, খালিশপুর, হাসাদা, জীবননগর ও ডুগডুগিতে, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা, আল্লারদরগা, হাসনাবাদ এবং প্রাগপুরে রাস্তার ওপর হাট বসে। যশোর-বেনাপোল সড়কে ঝিকরগাছা ও নাভারনে হাট বসে। এছাড়াও ফিডার রোড ও উপজেলা সংযোগ সড়কগুলোর ওপর যেখানে সেখানে হাট বসে। সাপ্তাহিক হাটের দিনগুলোতে ভ্যান, নসিমন, গরু-মহিষের গাড়ি বোঝাই করে পণ্য এনে রাস্তার ওপর কেনাবেচা শুরু হয়। এলোমেলোভাবে রাখা হয় পণ্য বোঝাই যানবাহন। এতে সৃষ্টি হয় যানজট। আটকা পড়ে বাস-ট্রাকসহ সকল ধরনের যানবাহন। সড়ক ও জনপথ বিভাগের যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, সড়কের ওপর হাট-বাজার বসায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু তারা চেষ্টা করে সরাতে পারছে না। এজন্য প্রশাসন ও পুলিশের উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলে তিনি জানান।