মহেশপুরে মোটরের তার ছিড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: বিদ্যুতচালিত মোটরের মাধ্যমে সন্ধ্যারাতে বাড়ির উঠোনে ধানমাড়াই করার সময় আব্দুল্লাহ (১৪) নামের এক কিশোর বিদ্যুতস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ বাঘাডাঙ্গা গ্রামের আবু জাফরের ছেলে। এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে। প্রতিবেশীরা জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে আব্দুল্লাহ নিজ বাড়ির উঠোনে বিদ্যুতচালিত মোটরের মাধ্যমে ধানমাড়াই করার সময় মোটরের একটি তার ছিড়ে যায়। পরে তার জোড়া দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয় আব্দুল্লাহর। ওই রাতেই আব্দুল্লাহর দাফন করা হয়েছে বলে জানান নেপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মৃধা।

Leave a comment