কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার নাটুদার আটকবর গচিয়ার মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা আতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জসিম উদ্দীন নাটুদা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে স্কুলের জমি জোরপূর্বক দখল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পায়তার করে স্থানীয় সমসের বেড়ীর দুই ছেলে বগা বেড়ী ও জিয়ারুল বেড়ী। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জসিম উদ্দীন প্রতিষ্ঠানের স্বার্থে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, আরডিসি পাপিয়া সুলতানা, নাটুদা সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ও নাটুদা পুলিশ ফাঁড়ির আইসি আবুল কালাম আজাদ। অভিযানে নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের সীমানায় একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এলাকার জনগণ স্থাপনাটি অপসারণে সার্বিক সহায়তা করেন।