দামুড়হুদার হৈবতপুরে ৫ শহীদ স্মরণে স্মৃতিদিবস ও মুক্তিযোদ্ধাদের নামে সড়ক উদ্বোধনকালে বক্তারা
দর্শনা অফিস: গোটা জেলায় এ প্রথম পুরো ইউনিয়নের সবকটি সড়ক বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করে সুনাম কুড়িয়েছেন চেয়ারম্যান জাকারিয়া আলম। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৫৩ জন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয়েছে বিভিন্ন সড়কের। এছাড়া ৫ জন শহীদ স্মরণে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভ¢। ১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছে ছিলেন, ইউনিয়নের মদনার জুড়োন ম-ল, ইছাহাক আলী, বাহার আলী, দাউদ আলী ও হরিশচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নান বক্স। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন ও ৫৩ মুক্তিযোদ্ধার নামে নামকরণ সড়কের ফল উন্মোচন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। গতকাল মঙ্গলবার বিকেলে হৈবতপুর স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান বলেন, মুক্তিযুদ্ধ কি ও কেনো হয়েছিলো তা বর্তমান প্রজন্মকে জানাতে হবে। মাত্র ৯ মাসে আমরণ লড়াইয়ের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতা বাংলার বীর মুক্তিযোদ্ধাদেরই অবদান। মুক্তিযোদ্ধারা দেশ ও জাতীর গর্বিত সন্তান। মুক্তিযোদ্ধাদের সম্মান ধরে রাখতে হবে জনম জনম। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি অধিদফতরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক হামিদুর রহমান বলেন, আমি গর্ববোধ করি এজন্যে যে, আমার গ্রাম হৈবতপুরে ৫ শহীদের স্মৃতিস্তম্ভ¢ নির্মাণ করা হয়েছে। এ স্মৃতিস্তম্ভ¢ বীর মুক্তিযুদ্ধের স্মৃতির সাক্ষর হয়ে থাকবে আজীবন। দেশ ও জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধারা আমাদের মাঝে বেচে থাকবে অনন্তকাল। তাই অবশ্যই আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানাতে হবে। ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুর হাকিম। বীর মুক্তিযোদ্ধা তমছের আলীর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আমিনুল ইসলাম, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, আ.লীগ নেতা মুনতাজ আলী, যুবলীগ নেতা জিয়াউল হক, হাবিবুর রহমান হাবি, আবু সাঈদ, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, মোখলেসুর রহমান প্রমুখ। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা ১৭, বড়বলদিয়া ৯, ছোট বলদিয়া ৪, ছয়ঘরিয়া ৪, পারকৃষ্ণপুর ৩, কামারপাড়া ২, সাড়াবাড়িয়া ১, জিরাট ৩, নাস্তিপুর ৫ ও হৈবতপুরের ১ জন। সর্বমোট ৫৩ জন বীর মুক্তিযোদ্ধা নামে নামকরণ করে সড়কের ফলক উন্মোচন করা হয়েছে।