ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের জলহর গ্রামে ধানের জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এএসআই আলিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আনন্দ কেষ্ট ও নিরঞ্জন রতনের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিলো। সোমবার বিকেলে নিরঞ্জন রতনের সমর্থক সরজিৎ বিশ্বাস ধানের জমিতে মাছ ধরতে গেলে আনন্দ কেষ্ট তাকে মারধর করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন, হেঁসো, দা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।