স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের প্রচার উপকমিটির মতবিনিময়সভা গতকাল মঙ্গলবার জেলা তথ্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রচার উপকমিটির আহ্বায়ক জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভাটি আরম্ভ হয় বিকেল ৪টায়। দীর্ঘদিন পরে হলেও চুয়াডাঙ্গার ফুটবল অঙ্গন চাঙ্গাকরার মতো বিগ বাজেটের ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয় মতবিনিময় সভায়। জেলার তৃর্ণমূল পর্যায় থেকে শুরু করে চারটি উপজেলা শহর, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার করা হবে। প্রচারণার জন্য গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি জেলার ফুটবল দলে খেলতে আসা বিদেশি ও নামি-দামি খেলোয়াড়দের নাম উল্লেখ করে মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন, ডিশ ক্যাবলে প্রচার, জেলার সকল ইউপি চেয়ারম্যানদের তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে খেলার খবর জানিয়ে মাইকিং, সকল পৌরসভা এলাকায় সংশ্লিষ্ট পৌর মেয়রের তত্ত্বাবধানে মাইকিং, উপজেলা শহরে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে মাইকিং। টুর্নামেন্ট উদ্বোধন হওয়ার দুদিন আগে থেকে পিকআপ (মিনি ট্রাক) গাড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ট্রফি সাজিয়ে ও ব্যান্ডদল নিয়ে জেলার বিভিন্ন এলাকায় প্রদর্শন, হ্যান্ডবিল ও লিফলেটের মাধ্যমে প্রচার ইত্যাদি। প্রচার উপকমিটির সদস্যগণ বলেন, এভাবে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে চুয়াডাঙ্গার স্তমিত ফুটবল দর্শকদের আবারো মাঠমুখি করা সম্ভব হবে। আর এভাবে প্রচার-প্রচারণা হলেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের বাঁচাও ফুটবল আন্দোলন তথা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার ফাইজার চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি স্বাধীন বাংলা ফুটবল দলের গোলরক্ষক আব্দুল মোমেন জোয়ার্দ্দারের সন্তান মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুটবলমোদী জানিফ, চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডিশক্যাবল ব্যবসায়ী সালাউদ্দীন মিঠু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক টুটুল মোল্লা, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক ইসলাম রকিব, ক্রীড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম সাফায়েত, প্রচার উপকমিটির সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, শামীম রেজা, মিল্টন রহমান প্রমুখ।