কুড়ুলগাছি সদাবরী গ্রামে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের আওয়ামী লীগ নেতা রমজান গাইনের ছেলে আলাল ও সাফের হালসোনার ছেলে সোয়েবের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে একই গ্রামের দরিদ্র ভ্যানচালকের স্ত্রী দুই সস্তানের জননীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগে জানা গেছে। তবে গোপন সূত্রে জানা গেছে, প্রেমের সূত্র ধরে আলাল (৩৫) ও সাইফুল (৪০) গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক প্রথমে সাইফুল ও পরে আলাল তার দেহভোগ করে। এ সময় গৃহবধূর চিৎকারে গ্রামের লোকজন দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে বেধে রাখে। আলালকে মারধর করলে আলাল জনগণের সামনে সব অকপটে স্বীকার করে যে তারা পূর্বেও বেশ কয়েকবার গৃহবধূর কাছে এসেছে। আলাল ও সাইফুলের কঠোর শাস্তির দাবিতে ফুসে উঠেছে গ্রামবাসীসহ সচেতন মহল। আলাল আ.লীগের বড় নেতা পরিচয়ে তার বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস পায়না। আলাল ও সাইফুলকে আইনের আওতায় আনতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহলসহ এলাকাবাসী।