মেহেরপুর জেলায় ৩৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় এ বছর ৩৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। দূর্গা উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় দূর্গাম-পের তালিকা প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
ষষ্ঠি থেকে শুরু করে দশমী পর্যন্ত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন সিদ্ধান্ত হয় মতবিনিময় সভায়। মন্ডপ ঘিরে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মন্ডপ পরিচালনা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শেখ ফরিদ আহমেদ, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিত বোস মনা ও গাংনী উপজেলা কমিটি সভাপতি ধীরেন দাস। এ বছর মেহেরপুর সদর উপজেলায় ১১টি, গাংনী উপজেলায় ১৫টি ও মুজিবনগর উপজেলায় ৭টি ম-পে দূর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। গত বছর এর সংখ্যা ছিলো ৩৫টি। চলতি বছরে এ সংখ্যার ছাড়া ২টি কম দূর্গা প্রতিমা তৈরি হচ্ছে।