আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ীর কারাদন্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন। গতকাল দুপুরে কালিদাসপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার কালিদাসপুর বজলুর রহমানের ছেলে মেহিদী (৩৪) দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ বিক্রয় করে আসছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে মাদকসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত্য কুমারসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a comment