আলমডাঙ্গায় যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি নতিডাঙ্গার তুহিন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা দুর্লভপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে যৌতুক মামলার ১০ মাসের সাজা প্রাপ্ত আসামী নতিডাঙ্গার তুহিন আলীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে তাকে নতিডাঙ্গা থেকে আটক করে নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার নতিডাঙ্গা  গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে তুহিন (৩৮) প্রায় ২০-২২ বছর আগে কসবা হাপানীয় গ্রামের ছানোয়ারের মেয়ে মুসতারা খাতুনকে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসারে ২ দুটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। বড় ছেলে রাব্বী (১৮) ও ছোট ছেলে হাবীব (১৫)। গত ৬ বছর ধরে তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারণে ২০১৬ সালে মুসতারা তার স্বামী তুহিন আলীর নামে নারী ও শিশু নিযাতন  ও যৌতুক আইনে দুটি মামলা করে। একটি মামলায় তুহিন আলীকে আদালত ১০ মাসের  সাজা পরোয়ানা জারি করেন। ওই সাজা মামলার পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গত বৃহস্পতিবার রাতে দুর্লভপুর ক্যাম্পের আইসি এএসআই শাহিন তাকে  গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকালই তাকে জেলহাজাতে প্রেরণ করেছে ।