আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাচ্ছেন মুন্সিগঞ্জের শিক্ষক জামান লিঙ্কন

ব্রিটিশ কাউন্সিল থেকে আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড পাচ্ছেন আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমির ইংরেজি বিষয়ের  সহকারী শিক্ষক জামান লিঙ্কন। আন্তর্জাতিক শিক্ষা ও
শ্রেনি কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য সারা বাংলাদেশে মোট ২৮ জন শিক্ষককে এই উচ্চ মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। ব্রিটিশ কাউন্সিলের র‌্যাংকিংয়ে  জামান লিঙ্কনের অবস্থান ৬ষ্ঠ।

জানা গেছে, ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্কুলের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্কুলগুলোর নিয়মিত কার্যক্রম, পাঠদান পদ্ধতি, বিভিন্ন দেশের সংস্কৃতি, কৃষ্টি ও কালচার একে অপরের সাথে আদান প্রদান
করা হয় এবং এই কাজে যিনি নিযুক্ত থাকেন তিনি  International Coordinatorহিসেবে পরিচিত হন। ভিডিও কনফারেন্সের এই সমস্ত কার্যক্রম ব্রিটিশ কাউন্সিল সরাসরি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। মুন্সিগঞ্জ একাডেমির শিক্ষক জামান লিঙ্কন এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। আরও দূর এগিয়ে যেতে এবং নিজের স্কুল মুন্সিগঞ্জ একাডেমিকে একটি আন্তর্জাতিক মানের মডেল স্কুল হিসেবে পরিচিত করে তুলতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। প্রেসবিজ্ঞপ্তি।