দক্ষিণ আফ্রিকা সিরিজে কি মিরাজ থাকছে?

মাথাভাঙ্গা মনিটর: অজিদেরকে দেয়া স্বল্প রানের লিড দেখে অনেকেই ভেবেছিলেন হেসেখেলেই জিতে যাবে সফরকারীরা। কিন্তু মাত্র ৪৮ রানেই ৩ সেরা ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে তাইজুল-সাকিবরা ইঙ্গিত দিলেন রান যতোই থাকুক তারা লড়াই করতে জানেন। এজন্য আফসোস একটা থাকতেই পারে টাইগার সমর্থকদের। লিডটা বড় হলে হোয়াইটওয়াশের সম্ভাবনা ছিলো। দ্বিতীয় টেস্টটি অন্তত ড্র হলেও সিরিজটা থাকতো বাংলাদেশের। তাইজুল, সাকিব, মোস্তাফিজ প্রত্যেকেই উইকেট বাগিয়ে নিয়েছেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের বোলিংটা দেখা যায়নি চতুর্থ ইনিংসে। ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন মিরাজ। দলের পরিস্থিতির কারণে ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন। ছিলেন ১৪ রানে অপরাজিত। তবে ফিল্ডিংয়ে আর নামতে পারেননি। তার জায়গায় ফিল্ডিং করেছেন লিটন দাস। ৮৬ রানের সহজ লক্ষ্যটা অস্ট্রেলিয়া পেরিয়ে গেছে ৭ উইকেট হাতে রেখেই। ঢাকা টেস্টে হারের পর চট্টগ্রামে জিতে সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। তাতে বাড়তি দুঃসংবাদ হয়ে এল মিরাজের চোট।
চোটের আসল অবস্থা এখনো জানা যায়নি।

বিসিবি সূত্র জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানানো হবে। কদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফর। সিরিজের প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর শুরু হবে। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে২১ সেপ্টেম্বর। ওই সিরিজে কি মিরাজ থাকছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।