দর্শনায় নেতাকর্মীদের সাথে ঈদত্তোর শুভেচ্ছা বিনিময়কালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কখনো লাইনচ্যুত হয় না
দর্শনা অফিস: বরাবরের মতো এবারও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদত্তোর শুভেচ্ছা বিনিময়ের জন্য দর্শনায় এসেছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার সন্ধ্যায় গাড়ী বহরযোগে হুইপ ছেলুন জোয়ার্দ্দার দর্শনায় পৌঁছুলে জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা অভ্যার্থনা জানান। পরে দর্শনা রেলবাজারের চেয়ারম্যান মার্কেটের ছাদে অনুষ্ঠিত হয় ঈদত্তোর শুভেচ্ছা বিনিময়সভা। সভায় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। এ সরকারের শাসনামলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। দেশে নেই হানাহানি, খুন, গুম, হত্যা ও রাহাজানি। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। এক সময়ের রক্তাক্ত জনপথ চুয়াডাঙ্গা আজ শান্ত। জেলাবাসী আ.লীগ সরকারের দেশ পরিচালনা আস্থাশীল ও সন্তুষ্ট। তাই বিশ্বাসের সাথে বলতে পারি আগামী নির্বাচনেও আ.লীগকে জনগণ দেশ পরিচালনা দায়িত্ব দেবে তাদের গোপন ভোটের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দলীয় প্রার্থীতা দেবেন, তাকেই নির্বাচিত করার লক্ষে সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকরা কেউ লাইনচ্যুত না হলেও দলের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বার্থনেষী কতিপয় নেতা নিজের আখের গুছাতে ব্যাস্ত। তারা শুধু নিজের স্বার্থ উদ্ধারের ক্ষান্তনয়, তারা দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। আসুন ওই সকল নেতাদের চিহ্নিত করে সমচিত জবাব দিই। বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মিয়া, খুস্তার জামিল, বীর মুক্তিযোদ্ধা, রহমতুলসহ, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দফতর সম্পাদক আবু তালেব বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জীবননগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহদত হোসেন। দর্শনা পৌর আ.লীগের সহসভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সিরাজুল ইসলাম, হাজি আব্দুল জলিল, সুধির কুমার শান্তরা, ফরিদ আহম্মেদ, হুমায়ুন কবির, এরশাদ মাস্টার, মোর্শেদ আলী, আহম্মদ আলী, মোজাহারুল ইসলাম, মুকুল মিয়াজি, আব্দুল বারী, হানিফ মালিতা, আব্দুল কাদের, শুকুর আলী, রাসেদুজ্জামান পলাশ, মোকাদ্দেস মেম্বার, শামসুল হক, লিটন, আবুল, দেলোয়ার হোসেন, মহিদুল ইসলাম ও সুইট। সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জয়নাল আবেদীন নফর, সাইফুল ইসলাম হুকুম, আবু ফয়সাল, মিজানুর রহমান সরকার, আসাদুল ইসলাম প্রমুখ।