স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। গণপিটুনির শিকার দুই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার যুবক স্বপন হোসেন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। অপর যুবক হাসানুজ্জামান আলমডাঙ্গার সোনাতুনপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে ও এসএস কেমিকেলের (কীটনাশক কোম্পানি) বিক্রয় প্রতিনিধি। ঘটনার সময় তাদের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে জনগণ।
এলাকাসূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ৪টার দিকে দুই বন্ধু স্বপন হোসেন ও হাসানুজ্জামানকে তাড়িয়ে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকাবাসী জানায়, ম-ল ট্রেডার্সের ক্যাশবাক্স ভেঙে টাকা নিয়ে পালানোর সময় তাদেরকে গণপিটুনি দেয়া হয়। এ সময় তাদের মোটরসাইকেলটিও ভাঙচুর করে জনতা। মেসার্স ম-ল ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবলু অভিযোগ করেন, কয়েকদিন আগে তার ক্যাশবাক্স থেকে ৫৫ হাজার টাকা খোয়া গেছে। বুধবার বিকেলে দুই যুবক ক্যাশবাক্স ভেঙে টাকা নিয়ে পালাচ্ছিলো। গণপিটুনির শিকার দুই যুবক বলেছে আমরা বিশ্রাম নেয়ার জন্য ওখানে একটু বসেছিলাম। এ সময় লোকজন এমনিতেই চোর সন্দেহে লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলে পড়ে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক বলেন, দুই চোরকে ধরে এলাকার লোকজন গণপিটুনি দিয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।