বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় চুয়াডাঙ্গা পুলিশের বাধা

বর্তমান সরকারকে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার আখ্যা দিয়ে অবিলম্বে নির্বাচন দেয়ার দাবি
মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাও ঠিকমতো করতে পারেনি। পুলিশি বাধায় শোভাযাত্রা শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করতে হয়। তবে জেলা বিএনপি দলীয় পতাকা উত্তোলসহ অন্যান্য কর্মসূচি নির্বিঘেœ পালন করেছে। জীবননগর ও দামুড়হুদায় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ঈদের আগের দিন প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে বক্তারা বর্তমান সরকারকে অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকার আখ্যা দিয়ে অবিলম্বে নির্বাচন দেয়ার দাবি জানান।
বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এদিন সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন, র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সকাল সকাল ৭টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। সকাল ১০টায় শ্রীমন্ত টাউন হল থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাস্তায় বের হলে পুলিশি বাধায় পুনরায় শ্রীমন্ত টাউন হলে আসে। পরে সেখানে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। সদস্য জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, জেলা সদস্য সরদার আলী হোসেন, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শামিম রেজা ডালিম, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, আলমডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোেেসন, জেলা জাসাসের সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মফিজুর রহমনা, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, সুজন মালিক প্রমুখ।
দামুহুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বিএনপির প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবাষিকীর কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন শেষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি র‌্যালি রেব করলে তা দলীয় কার্যালয়ের সামনেই পুলিশি বাধার মুখে পড়ে আর এগোতে পারেনি।
পরে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দামুড়হুদা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জেল হোসেন, সহসভাপতি মোক্কারম হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু সাইদ, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিপ্লব, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক ওসমান গনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের নেতা, মাহাবুবুর রহমান বাচ্চু, শামসুজ্জোহা পলাশ, একরামুল মেম্বার, শামসুল আলম। উপজেলা ছাত্রদলের নেতা মাহাফুজুর রহমান মিল্টন, ফিরোজ হাসান মন্টু, আরিফুল ইসলাম, রানা, সবুজ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। রোববার আলোচনাসভার আয়োজন করা হয়। শহরের পৌর কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি ও সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। এছাড়াও বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদল নেতা কামরুল ইসলাম, রফিকুল আলিম, আলতাফ হোসেন, আজমত, ইক্তা, সাইদুর, ইউনুছ আলী, আব্দুল হাকিম, রাশেদুল ইসলাম, ইনামুল হক, শরিফ উদ্দিন, আব্দুস সালাম, রুপ মিয়া, ছাত্রদল নেতা সুমন, মামুন, তরিকুল, রাজু, ইয়ামিন, নাজমুল, বাবু, সোহাগ, মামুন, মিঠু, লাল মিয়া, শামিম, রব্বানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন।