ঢাকার মিরপুরে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর দারুসসালাম থানার একটি বাড়িতে সোমবার মধ্যরাতে জঙ্গি আছে সন্দেহে অভিযান শুরু রেকরে র‌্যাব। বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত বর্ধমান বাড়ি এলাকার ভাঙা ওয়াল গলির ওই বাড়িটি থেকে এ সময় তিনটি বিকট শব্দ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো বোমার বিস্ফোরণ। গতকাল সোমবার রাত ২টার দিকে দারুসসালাম থানার এসআই বলেন, রাত ১টার দিকে আমরা খবর পাই, র‌্যাব একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই বাড়িটি র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন। স্থানীয়রা জানান,  মধ্যরাতে কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝে মধ্যে গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে। সিএনজি চালক মো. সেলিম জানান, খিলক্ষেত থেকে যাত্রী নিয়ে গাবতলী যাওয়ার পথে র‌্যাব-পুলিশ সদস্যরা তাকে আটকে দেয়। পরে তিনি ফিরে যান। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এবং গোলাগুলি চলছিলো।