কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে ডুবে যুবক নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের মাথাভাঙ্গা নদীতে ডুবে আব্দুল আলীম (২৫) নামে মানষিক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার দুপুরে তিনি প্রাগপুর মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা জানান, মানষিক প্রতিবন্ধী আব্দুল আলীম প্রাগপুর বাজার সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ভরা নদীর ¯্রােতে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে সন্ধান চালিয়ে তাকে খুঁজে না পেয়ে ভেড়ামারা ফাঁয়ার সার্ভিস দলকে খবর দেয়। তারাও দীর্ঘ সময় মাথাভাঙ্গা নদীতে সন্ধান চালিয়ে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের সন্ধান মেলাতে পারেনি। নিখোঁজ যুবক আব্দুল আলীম প্রাগপুর গ্রামের বাদল হোসেনের ছেলে। প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মানষিক প্রতিবন্ধী আব্দুল আলীম নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a comment