চুয়াডাঙ্গায় মাতলামি করতে নিষেধ করায় যুবককে হাতুড়িপেটার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাতলামি করতে নিষেধ করায় হাতুড়ির আঘাতে শাঈম পারভেজ সুজন (২০) নামের এক যুবককে গুরুতর আহত করা হয়েছে। এ মর্মে অভিযোগ তুলে বলা হয়েছে, ঈদের পরদিন রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আহত সুজন চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়া মাছের আড়তপট্টি এলাকার হাবিবের ছেলে।
জানা গেছে, গতপরশু রোববার দুপুর ১২টার দিকে সুমন নামের এক যুবক মাছের আড়তপট্টি এলাকায় ই¯্রাফিলের দোকানের সামনে মদ খেয়ে মাতলামি করছিলো। মাৎস্য ব্যবসায়ী জন ও সুজন তাকে বাড়ির সামনে মাতলামি করতে নিষেধ করলে সে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। বেলা পৌনে ১টার দিকে সুজন রেলস্টেশনের সামনে একটি সেলুনে বসে চুল কাটাচ্ছিলো। এ সময় চুয়াডায়ঙ্গা শহরতলীর ফার্মপাড়ার সেলিমের ছেলে সুমন, একই এলাকার জাহাঙ্গীরের ছেলে জনি, মৃত আনু ওরফে আনু খোড়ার ছেলে আকাশ, বুদোর ছেলে মিন্টু, সফুর ছেলে জনি ও আরমান নামের ৬ জন মিলে সুজনকে একা পেয়ে হাতুড়ি ও কিলঘুষি মারতে থাকলে সে অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে সুজনের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে সুমন, জনি, আকাশ, আরমান, মিন্টু ও জনির নামে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।