চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৫৪ হাজার পরিবার ভিজিএফ’র বরাদ্দ অনিশ্চিত!

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা-২০১৭ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর চুয়াডাঙ্গার চার উপজেলায় ও চার পৌরসভায় ভিজিএফ কার্ডধারী ৫৩ হাজার ৯২৫টি পরিবারে মাঝে চাল অথবা গম পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। গত ঈদুল ফিতরে চালের পরিবর্তে ১০ কেজি করে গম দেয়া হলেও এবার কোনো সরকারি আদেশ না আসায় দরিদ্র মানুষ অনিশ্চিয়তায় পড়েছে। ফলে কোনো পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কোনো বরাদ্দের আদেশ পায়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল বুধবার পর্যন্ত সরকারি আদেশ না আসায় ভিজিএফ বরাদ্দ দেয়া যায়নি। দামুড়হুদা উপজেলায় কার্ড সংখ্যা ১৭ হাজার ৯৫৫টি, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৯ হাজার ২১০টি, জীবননগর উপজেলায় ৪ হাজার ৩৮২টি, আলমডাঙ্গা উপজেলায় ৬ হাজার ৮৭৪টি, চুয়াডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ৬২১টি, আলমডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ৬২১টি, দর্শনা পৌরসভায় ৩ হাজার ৮১টি ও জীবননগর পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার। সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ভিজিএফ’র বরাদ্দ না পাওয়ার সম্ভাবনা বেশি। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান জানান, খাদ্যশস্যের বরাদ্দপত্র না পাওয়ায় এবার বরাদ্দ দেয়া যায়নি। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক বলেন, নির্দেশনা না পওয়ায় এখন পর্যন্ত (গতকাল) ভিজিএফ বরাদ্দ দেয়া যায়নি।