কুষ্টিয়ায় গ্রাম্য সালিসে গৃহবধূ নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সালিসী বৈঠকে গৃহবধূ নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য মোজাম্মেল হক বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বকুল উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য। গতকাল রোববার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত ২১ আগস্ট গভীর রাতে মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামে ধর্ম মামার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে গ্রাম্য সালিসে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে। তারপর গুরুতর আহত ওই গৃহবধূকে ৫ দিন ধরে বিনা চিকিৎসায় ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বকুল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এমনকি পুলিশের কাছে যাওয়ারও সাহস পাননি ওই গৃহবধূ। বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে ২৫ আগস্ট দুপুরে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। নড়েচড়ে বসে প্রশাসন।