ইবির শঙ্করদিয়ায় গরুবোঝাই ট্রাক খাদে

একটি গরুর মৃত্যু : গরুমালিক আহত

জামজামি প্রতিনিধি:  কুষ্টিয়া ইবি’র শঙ্করদিয়া বিত্তিপাড়া সড়কে ঢাকামুখী গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাড়ে একটি গরুর মৃত্যু হয়েছে। আহত হন এক গরুমালিক। এ সময় ট্রাকের চালক ও হেলপার বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে পালিয়েছে বলে স্থানীয় উদ্ধারকারীরা জানান।

জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলাধীন গোস্বামীদুর্গাপুর ইউনিয়নের নরহরদিয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল জব্বার, আব্দুল জলিল মণ্ডলের ছেলে রাকিবুল  ইসলামসহ কয়েক গরুমালিক ভাটায় ট্রাকে ১৭টি গরুবোঝাই দিয়ে গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা হন। গরুবোঝাই ট্রাকটি পাশ্ববর্তী নরহরদিয়া গ্রাম থেকে রাতে যাত্রা শুরু করে অদূরবর্তী মিস্ত্রি পাড়া মাঠের সড়কে নিয়ন্ত্রণ হারায়।  ট্রাকটি  সড়কের পাশে পানি ভর্তি খাদে উল্টে পড়ে। এ সময় প্রাণে বাঁচতে দুর্ঘটনা কবলিতরা আর্তনাদ শুরু করলে ছুটে আসেন স্থানীয় গ্রামবাসী। উল্টে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে একটি গরুর মৃত্যু হয় ও গরুমালিক রাকিবুল ইসলাম আহত হয়েছেন। তার এক পা ভেঙে গেছে। তাকে রাতেই কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।