মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে গতকাল শুক্রবার সকালে দুই বছরের ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতরা হলো- ওই গ্রামের ছত্তার শেখের ছেলে আমীর শেখ ওরফে ফেলা শেখের স্ত্রী ফরিদা বেগম (২৫) এবং তার ছেলে রসুল শেখ। পুলিশ খবর পেয়ে মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। স্বামী আমীর শেখ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছে।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়। ফরিদার স্বামী আমীর শেখ সংসারে অভাব অনটনের কারণে এ ঘটনাটি ঘটেছে জানিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।