দেশের টুকরো

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: নড়াইলে নাহিদ হোসেন মোল্লা (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। নাহিদ হোসেন মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান। জানা গেছে, নাহিদ মোল্লা বৃহস্পতিবার রাতে খুলনা ও নড়াইলের সীমান্তবর্তী দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার সংলগ্ন বাড়ির দোতলায় জানালা খুলে ঘুমিয়েছিলেন। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করে। গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিদ মোল্লা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

 

বোর্ডের সচিব গুলিবিদ্ধ : দুই কনস্টেবল বরখাস্ত

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোশতাক আহমেদ খান এ কথা জানান। ওই দুই কনস্টেবল হলেন ইমরান হোসেন ও আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের হোটেল ওয়েস্টিনের কাছে গুলিবিদ্ধ হন শাহেদুল খবির চৌধুরী। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবির জানান, গতকাল রাতে হোটেল ওয়েস্টিনে বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে সভা ছিলো। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তার পাশেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। একজন কনস্টেবলের শটগান থেকে গুলি বেরিয়ে তার শরীর লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।