চালপড়া

আহাদ আলী মোল্লা

চালপড়া দিয়ে যদি
ধরা যায় চোর
তবে কেন পুলিশের
চোখে এত ঘোর?

চাল যারা পড়ে তারা
কাজে আসে নিত্য                                       
চাল দিয়ে ধরা যাবে
বড় দুর্বৃত্ত।

পড়া চালে কেরামতি
খুবই রোজ শুনি
ওই চালে ধরা যাবে
অপরাধী-খুনি।

চাল যারা পড়া জানে
পুলিশেতে নিলে
চুরি হওয়া মালামাল
সব যাবে মিলে।

সূত্র: (চুয়াডাঙ্গার হাতিকাটায় চালপড়া খাইয়ে চোর অপবাদ)