মুজিবনগর প্রতিনিধি: প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর পরকীয়া স্বামীর লোকজনকে মেনে নিতে বাধ্য করতে চায় গৃহবধূ রুপসী খাতুন। চোখের সামনে ব্যভিচার দেখতে আপত্তি জানিয়ে বিপাকে পড়েছেন রুপসীর শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূ ও তার পিতার দেয়া হুমকির ভয়ে শ্বশুরকূলের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে হকিদুল ইসলাম। লিখিত বক্তব্যে হকিদুল ইসলাম জানান, তার ছোট ভাই রবিউল ইসলাম চাঁদু প্রায় ৪ বছর আগে একই গ্রামের ফারুক হোসেনের মেয়ে রুপসীকে বিয়ে করে। সংসার জীবনে তাদের ঘরে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান। প্রায় দু বছর আগে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে মালদ্বীপে চাকরিতে যায়। চাঁদুর অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী রুপসী খাতুন পরকীয়ায় লিপ্ত হয় ও পর-পুরুষের সাথে অবৈধ মেলামেশা শুরু করে। স্বামী চাঁদু এ ঘটনা জানার পেরে তাকে সংশোধনের চেষ্টা করে ব্যর্থ হয়। বরং গেত ৭ জুন একই গ্রামের জাহান আলীর ছেলে আরোজ আলীর সাথে রুপসীকে অবৈধ কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করে। পরে গ্রাম্য সালিসে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়। পরবর্তীতে গৃহবধূ রুপসী খাতুন ও তার পিতৃকূলের লোকজন ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা মামলা করাসহ নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সংম্মেলনকালে সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হকিদুল ইসলামের চাচাতো ভাই মাজিদুল ইসলাম ও ছেলের চাচা জমিরুল ইসলাম এবং মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন, সহসভাপতি রেজাউল করিম রেজা ও হাসান মোস্তফিজুর রহমানসহ মুজিবনগর উপজেলার সাংবাদিকবৃন্দ।