স্টাফ রিপোর্টার: একাডেমি কাপ ক্রিকেট লিগে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ৩১ রানে ও রয়েল বেঙ্গল ক্রিকেট একাডেমি ৯ উইকেটে জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রয়েল বেঙ্গল ক্রিকেট একাডেমি ৯ উইকেটে সপুার স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
অপর খেলায় টসে জিতে বোলিং সহায়ক পিচে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে ইএন ক্রিকেট একাডেমি ৪৯ রানে অলআউট হয়। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষে স্পিনার মাহাবুল হক ১৪ রানে ৫ উইকেট দখল করে। এছাড়া রয়েল বেঙ্গল ক্রিকেট একাডেমির পক্ষে সিফাত ১৯ রানে ৪ উইকেট দখল করে এবং শিহাব করে ৩৯ রান। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি জয়লাভ করায় একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সহসভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও পরিচালক সাংবাদিক ইসলাম রকিব সকল ক্রিকেটার ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। খেলাটি পরিচালনা করেন মাহফুজ মামুন, দেলোয়ার হোসেন দিলু ও আজিম মোল্লা।