সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার দুপুরে তিনি বিদ্যালয়ের পাঠদানসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানা, সদস্য জেড আলম সুমন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম রাজু, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, শিক্ষক গোলজার হোসেন, আব্দুল জব্বার, আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও ছাত্র-ছাত্রীদের পাঠদানসহ সকল বিষয়ে তিনি সন্তষ প্রকাশ করেন।