স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের কার্যক্রম নিয়ে স্থাগতাদেশ চেয়ে হাইকোর্টে রিটপিটিশণ করেছেন ইউপি সদস্য জাকির হোসেন। আদালত শুনানি শেষে প্রশাসক নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন। তিতুদহ ইউনিয়ন বিভক্ত করে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন এবং পুর্নরগঠিত তিতুদহ ইউনিয়ন নিয়ে আদালতে পাল্টাপাল্টি রিট হওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ভৌগলিক ও জনসংখ্যার দিক বিবেচনা করে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন বিভক্ত করে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন এবং পুর্নরগঠিত তিতুদহ ইউনিয়ন পরিষদ গঠন করে গত ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর। ৬৮৬ নং পত্রের নির্দেশক্রমে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০০৯ এর ১১ ধারা মোতাবেক জেলা প্রশাসকের ওপর অর্পিত ক্ষমতাবলে ২৪ জুন ২০১৫ গেজেট প্রাকাশিত হয়। গেজেট প্রকাশের পর জেলা নির্বাচন অফিস সীমানা নির্ধারণ এবং ভোটার বিভাজনের কাজ শেষ করে। চলতি বছর একসাথে বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা নির্ধারণ এবং ভোটার বিভাজন নিয়ে উচ্চআদালতে একাধিক রিট থাকায় তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে গেজেট প্রকাশের দু বছর অতিবাহিত হলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জটিলতা থেকেই যায়। বর্তমান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ইউনিয়ন দুটিতে প্রশাসক নিয়োগ দিতে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। দ্রুত প্রশাসক নিয়োগ দিতে গত ১৩ জুন সংশ্লিষ্ট স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে পত্র প্রেরণ করেন। ফিরতি পত্র মারফত তিতুদহ ইউনিয়নে আইনি জটিলতায় প্রশাসক নিয়োগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না হলেও নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে প্রশাসক নিয়োগ চুড়ান্ত হয়। সে মোতাবেক প্রশাসক হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহকে মনোনীত করা হয়। ১৭ জুলাই নতুন প্রশাসক দায়িত্বভার গ্রহণ করতে পারে তার প্রস্তুতিও গ্রহণ করা হয়। নবগঠিত গড়াইটুপি ইউপিতে প্রশাসক নিয়োগ যখন ঠিকঠাক ঠিক তখনি আবারও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন গত ৬ আগস্ট হাইকোর্টের ১৪ নম্বর বেঞ্চে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে একটি রিট পিটিশন করেন। মহামান্য হাইকোর্টের বিচারক জুবায়ের রহমান চৌধুরী এবং ইকবাল কবিরের শুনানি শেষে ২২ আগস্ট নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সকলপ্রকার কার্যক্রমের ওপর ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেন। ফলে ১৭ জুনের সকল কার্যক্রম স্থগিত হয়ে যায়। যার কারণে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে প্রশাসক নিয়োগ আপাতত হচ্ছে না। এদিকে ইউনিয়ন বিভক্ত নিয়ে একাধিক মহল পাল্টাপাল্টি রিট করায় দিন দিন আইনি জটিলতা বেড়েই চলেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে বলেন, হাইকোর্টের এমন একটি নির্দেশনার কপি মঙ্গলবার দফতরে এসে পৌঁছেছে। আদালতের নির্দেশনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে কালুপোল গ্রাম নিয়ে ১নং ওয়ার্ড, গোষ্টবিহার ও খেজুরতলা গ্রাম ২নং ওয়ার্ড খাড়াগোদা ও জামালপুর গ্রাম নিয়ে ৩নং ওয়ার্ড, গড়াইটুপি ও বিত্তীরদাড়ি ৪নং ওয়ার্ড, তেঘরি ও কলাগাছি গ্রাম ৫নং ওয়ার্ড, গহেরপুর ৬নং ওয়ার্ড, বাটিকাডাঙ্গা ও সুজায়েতপুর ৭নং ওয়ার্ড, সড়াবাড়িয়া ও খাসপাড়া ৮নং ওয়ার্ড, গবরগাড়া ও ছিলন্দিপাড়া গ্রাম নিয়ে ৯নং ওয়ার্ড গঠিত হয়। যেখানে ভোটর কেন্দ্র ১৬টি। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ২৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২৬৭, নারী ভোটার ৭ হাজার ১৬১ জন।