আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ হাফ ডজন মামলার আসামি চুয়াডাঙ্গার আলুকদিয়া হুচুকপাড়ার আব্দুল আলিম ওরফে গুগারকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে বড় গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ গুগারের শ্বশুর বাড়ি থেকে আটক করে থানায় সোপর্দ করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হুচুকপাড়ার আফসার উদ্দিনের ছেলে চুরি ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলার আসামি আব্দুল আলিম ওরফে গুগার (৪৫)। আব্দুল আলিম বিভিন্ন সময় বিভিন্ন নামে এলাকায় বসবাস করতো। কেনো সময় আব্দুল আলিম কোনো সময় গুগার আবার গ্যাগ্যার পরামানিক বলেও তাকে অনেকে চেনে। আলিমের নামে আলমডাঙ্গা থানা ও চুয়াডাঙ্গা সদর থানাসহ অর্ধডজন মামলা রয়েছে। আলমডাঙ্গা নতিডাঙ্গা মধুখালী মাঠ, রংপুর মাঠ, হারদী কুয়াতলা মাঠের ডাকাতির সাথে সম্পৃক্ত থাকতে পারে বলেও এলাকাবাসী জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে বড় গাংনী তদন্ত কেন্দ্রের এসআই বেলাল হোসেন ও এএসআই ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বড় গাংনী গ্রামে অভিযান চালিয়ে গুগারকে আটক করে। পরে সকালে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করে। আজ বৃহস্পতিবার গুগারকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।