সরোজগঞ্জ এলাকার মৎস্য চাষিদের মতবিনিময়সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার মৎস্য চাষিদের নিয়ে আধুনিক মৎস্য চাষ বিষয়ে মতবিনিময় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ তামন্না ফ্যামিলি পার্কের সেমিনার কেন্দ্রে সরোজগঞ্জ এলাকার সফল মৎস্য চাষি ও সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের উপদেষ্টা আক্কাচ আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলা ফিডের মার্কেটিং ম্যানেজার জুবায়ের ইসলাম রাজু, কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, রূপসী বাংলার চুয়াডাঙ্গা জোন এরিয়া ম্যানেজার উজ্জ্বল হোসেন, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সহসভাপতি জিয়াউর রহমান, মৎস্য চাষি তৈয়ব আলী, খাজা মইনুদ্দিন, বাবলুর রহমান, নজরুল ইসলাম, আশকার আলী, টিপু মাস্টার, রোমজান আলী, ডালু মিয়া, আবু বাক্কা, রানা মিয়া, ইয়াকুব আলী, রাজু আহম্মদ, মিজানুর রহমান প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন।