জীবননগর হাসাদাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলা হাসাদাহ বাজারে গতকাল দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদলতে অংশগ্রহণ করেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ইন্সপেক্টর গোলাম ফারুক, জীবননগর থানার এসআই শোয়েব ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে মাহিন বেকারি ফুডে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন প্রক্রিয়াকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে মাহিন ফুডের মালিক মিন্টু মিয়াকে ১০ হাজার টাকা জরিমান করা হয় এবং অপরদিকে হাসাদাহ বাজারের রাজিব ফল ভাণ্ডারে অভিযান চালিয়ে ফ্রিজে রাখা কোমলপানীয় মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে ১৫০০ টাকা জরিমান করা হয়। একই সময়  মায়ের দোয়া হোটেলে ও ভাই ভাই হোটেল অভিযান চালিয়ে বাসি খাবার বিনষ্ট করা হয় এবং সতর্ক করা হয়।