কুষ্টিয়ায় বিড়ি শ্রমিকদের কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল

 

কুষ্টিয়া প্রতিনিধি: ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে বিড়ি শ্রমিকদের স্বার্থে কর কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিক ফেডারেশন ও মালিকের পক্ষ থেকে ফ্যাক্টরি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্যাক্টরির সহকারী ব্যবস্থাপক সারোয়ার জাহান, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আব্দুল বাকী, আসাদুজ্জামান লোটন চৌধুরী, শেখ ফজিলাতুনেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল্লাহ আল আজম বিকো, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খাঁন, মুথরাপুর ইউপি চেয়ারম্যান হাসেম উদ্দিন হাসু, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, বিড়ি শ্রমিক সভাপতি বেলাল হোসেন, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সর্দ্দার নজরুল। অনুষ্ঠানে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস সম্পর্কে আলোচনা করা হয়।