ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে সুস্বাদু স্ট্রবেরী উৎপাদিত হচ্ছে। সদর উপজেলা ও কালীগঞ্জে চাষিরা পরীক্ষামূলক স্ট্রবেরীর চাষ শুরু করেন। কালীগঞ্জ উপজেলার স্বপন জানান, জাফর বীজ ভাণ্ডারের সহযোগিতায় মুনসেন কোম্পানির কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে জয়পুরহাট থেকে তিনি স্ট্রবেরীর চারা সংগ্রহ করেন। প্রতিটি চারা ২০টাকা দরে ক্রয় করে ১৭ শতক জমিতে প্রায় ৩ হাজার চারা রোপণ করেছেন। চাষাবাদ, চারা রোপণ, পানি সেঁচ, ক্ষেতের বেড়াসহ পরিচর্যায় ১৭ শতকে প্রায় ৮৫ হাজার টাকা খরচ হয়েছে। মরসুমে প্রতিটি গাছ থেকে প্রায় ১০/১২টি ফল পাওয়া যায়। তিনি আরও জানান, এবারের ফল থেকে চারা তৈরি করবেন। আগামী মরসুমে নিজের উৎপাদিত চারা দিয়ে ২/৩ বিঘা জমিতে স্ট্রবেরী চাষ করবেন। সময়মতো চাষ করলে অন্য ফসলের তুলনায় অধিক মুনাফা অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদী। স্বপন জানান, মরসুমের প্রথম দিকে প্রতি কেজি স্ট্রবেরী ৬-৭শ টাকায় বিক্রি করা সম্ভব।