স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজা ও ৮ লিটার চোলায় মদসহ সিরাজুল ইসলাম (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম চুয়াডাঙ্গা পুলিশ লাইনের ফোর্স নিয়ে গোপণ সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার উথলী আমতলার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার ঘর তল্লাশি করে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সিরাজুল ইসলাম উথলী আমতলার মৃত কিনু মণ্ডলের ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জীবননগরের কড়চাডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে আখের আলীর (৫৭) বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আখের আলী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি সাদা রঙের কন্টিনার থেকে ৮ লিটার চোলায় মদ উদ্ধার করে। গতকাল বিকেলে আটককৃত মালামালসহ আসামি সিরাজুল ইসলামকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।