ফেল করা কলেজ এবার পাস

কুষ্টিয়া প্রতিনিধি: এইসএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরে শতভাগ অকৃতকার্য হওয়া সেই কলেজে এবার ১০ পরীক্ষার্থী পাস করেছে। এ নিয়ে শিক্ষকদের মনে আনন্দের ঝড় বইছে। জানা যায়, সরকারের এমপিওভুক্ত না হয়েই জাতীয়করণের তালিকায় রয়েছে কুষ্টিয়া দৌলতপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। ইতোপূর্বে তাদের শতভাগ ফেল করার রেকর্ড রয়েছে। ২০১৬ সালে কলেজটিতে একজনও পাস করেছিলো না। দুই পরীক্ষার্থী অংশ নিয়ে তারা দুজনই অকৃতকার্য হয়। তবে এ বছর কলেজ থেকে ১৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাস করেছে। এবার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মনে আশার আলো জালিয়েছে কলেজটি।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম জানান, গতবছর আমাদের এই কলেজ থেকে কেউ পাস করেছিলো না। তবে এ বছর ১৯ পরীক্ষায় অংশগ্রহন করে ১০ জন পাস করেছে। তিনি আরও জানান, কলেজটি এমপিওভুক্তি না হলেও ইতোমধ্যে জাতীয়করণের সকল কাজ শেষ হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরে ৭০ ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে। আশাকরছি এরা ভালো রেজাল্ট করবে।