মেসির সাড়ে তিন গুণ ফাঁকি রোনালদোর!

মাথাভাঙ্গা মনিটর: মাত্র কদিন আগে চ্যাম্পিয়নস লিগ জিতলেন, যে ম্যাচের নায়ক ছিলেন তিনি নিজে। লিওনেল মেসিকে হারিয়ে আরও একবার ব্যালন ডি’অর জিততে চলেছেন, তা-ও প্রায় নিশ্চিত। ক্রিস্টিয়ানো রোনালদো এমন সুখবরের ভিড়ে একটা দুঃসংবাদ শুনলেন। কর ফাঁকির অভিযোগটা শুধু আর কর দপ্তরের ফাইলে বন্দী থাকলো না। শুরু হলো আনুষ্ঠানিক প্রক্রিয়া। স্পেনের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজিরা দিতে হবে এখন রিয়াল মাদ্রিদ তারকাকে। যে অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে লিওনেল মেসির। মেসির বিরুদ্ধে অভিযোগ ছিলো ৪১ লাখ ইউরো কর ফাঁকি দেয়ার। রোনালদোর বিরুদ্ধে অভিযোগ ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দেয়ার। কর কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে, মেসি তুলনায় সাড়ে তিন গুণ বেশি কর ফাঁকি দিয়েছেন রোনালদো। ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত প্রতিবছর যথাক্রমে ১৪ লাখ, ১৭ লাখ, ৩২ লাখ ও ৮৫ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ করেছে কর বিভাগ। রিয়াল তারকার বিরুদ্ধে দায়ের করা মামলায় সরকারের কৌঁসুলিরা বলেছেন, রোনালদো জেনে-বুঝে ২০১০ সাল তৈরি করা একটা ব্যবসায়িক কাঠামোর আশ্রয় নিয়েছিলেন, যেটা স্পেনে ‘ইমেজ রাইট’ থেকে রোনালদোর আয় লুকাতে সাহায্য করেছিলো। অভিযোগ ওঠার পরপর ৫১ লাখ ইউরো কর স্বেচ্ছায় পরিশোধ করেছিলেন মেসি। তবু মুক্তি মেলেনি। আদালত রায়ে মেসিকে ২১ মাসের জেল (যেটি স্পেনের আইনে ভোগ করতে হবে না) ও ১৭ লাখ ইউরো জরিমানা করে। রোনালদো এখন কী অবস্থান নেবেন, তা পরিষ্কার নয়। এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মেসির চেয়ে তার কর ফাঁকি দেয়ার অঙ্কটা যেহেতু অনেক বড়, অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মাত্রাও বড় হতে পারে।