কার্ডিফের ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করতে পারায় স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে আইসিসি। গত সোমবার কার্ডিফেতে অনুষ্ঠিত সে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের পরেও এক ওভার শেষ করতে বাকি থাকায় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই জরিমানা করেন। ম্যাচ শেষে আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও মরিয়াস ইরাসমাসের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেয়া হয়েছে বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৫.১ অনুসারে স্লো ওভার রেটের কারণে প্রতি ওভারের জন্য খেলোয়াড়, খেলোয়াড়দের সাহায্যকারী কর্মকর্তাদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেয়ার বিধান আছে। আর অধিনায়ককে অন্যদের চেয়ে দ্বিগুণ জরিমানা দিতে হয়। সে অনুসারে, পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের ম্যাচ ফির ২০ শতাংশ সহ অন্য খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়। সরফরাজ এই অভিযোগ ও জরিমানা মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। টুর্নামেন্টে যদি পাকিস্তান আবারো স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হন তাহলে সরফরাজ আহমেদ একম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন।