চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতালপাড়ায় দিবালোকে জানালার গ্রিল কেটে নগদ টাকা ও সোনার গয়না চুরি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার চক্ষুহাসপাতালপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে নগদ ৩০ হাজার টাকা ও সোনার গয়না চুরি হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের চক্ষুহাসপাতালপাড়ায় বসবাস করেন একাডেমি বহুমুখির অবসরপ্রাপ্ত শিক্ষক এলাহী বখশ ও স্ত্রী প্রভাতী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বসাবাস করেন। এক নিকটাত্মীয় অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ঘরে তালা মেরে স্বামী-স্ত্রী দুজন হাসপাতালে যান। দেড় ঘন্টার মাথায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে খাটের ওপর আইরেনসেফের ড্রয়ার। কাগজপত্র উলোটপালোট করা। ঘরের জানালার গ্রিল কেটে চোর ঢুকে আয়রেনসেফের দুটি স্থানে রাখা ১৩ ও ১৭ হাজার টাকা মোট ৩০ হাজার নগদ টাকাসহ এক জোড়া কানের দুল চুরি করে নিয়ে গেছে চোর। মহল্লায় দিবালোকে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির খবর পেয়ে মহল্লার সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সদর থানা ও ফাঁড়ি পুলিশের দায়িত্বশীলতা নিয়ে বিরুপ সমালোনা করেন। বলেন, কদিন আগে হাসপাতাল এলাকায় একটি বাড়িতে দস্যুতা হলো। অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিয়ে গেলো মালামাল। অপরাধীরা ধরা পড়লো না। নেশাগ্রস্থদের অপতৎপরতা দিন দিন বেড়েই চলেছে। প্রতিকার মিলছে না। চোখের পলকে দিবালোকে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চোর চুরি করে পালিয়েছে। এসব চোর নিশ্চয় বহিরাগত নয়। পুলিশ আন্তরিক হলে অবশ্যই চোর ধরা সম্ভব।

শিক্ষক দম্পতির বড় ছেলে থাকেন আমেরিকায় আর ছোট ছেলে ঢাকায়।