আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে তৌহিদুল নির্বাচিত

 

স্টাফ রিপোর্টার. চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের ৩ নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে তৌহিদুল ইসলাম মল্লিক-তালা প্রতীকে ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার রুইতনপুর গ্রামের পশ্চিমপাড়ার (মল্লিকপাড়া) সাবেক বটতলায় (অস্থায়ী ভোটকেন্দ্র) অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা জেডএম দেদার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোরগ প্রতীকের জুলফিকার আলী। তিনি ভোট পেয়েছেন ৪৪৪ ভোট। নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। অপর প্রার্থী আব্দুস সাত্তার (ফুটবল) ৩২৪ ভোট এবং শাহিন উদ্দিন (টিউবয়েল) ২৪২ ভোট পেয়েছেন। উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা জেডএম দেদার হোসেন জানান, চিৎলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মোট ভোটার ছিলো ১ হাজার ৮৬৪ জন। ভোট পোল হয়েছে ১ হাজার ৪৭৯ ভোট। ভোট বাতিল হয়েছে ২০। নির্বাচনে সরকারি কর্মকর্তা, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, সহকারী পুলিশ সুপার (প্রবেশন) আরিফুল ইসলাম ও সুজয় সরকার, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার এবং সদর থানার পরিদর্শক আমির আব্বাস দায়িত্ব পালন করেন। নির্বাচনে বিজয়ী তৌহিদুল ইসলাম মল্লিক জানান, নির্বাচনে হাড্ড-হাড্ডি লড়াই হয়েছে। এ বিজয়ে তিনি খুবই খুশি। নির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞতা জানাতে ভোটার সাথে সাক্ষাত করছেন তিনি।

প্রসঙ্গত, গত ৪ মার্চ হুইপ সদস্য অহিদুল ইসলাম মল্লিক সড়ক দুর্ঘটনায় মারা যান। ওই শূন্যপদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। নির্বাচিত তৌহিদুল ইসলাম মল্লিক নিহত অহিদুলের ছোট ভাই।