স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ-ব্র্যান্ডিং এবং জেলার উন্নয়ন কার্যক্রমের ওপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম এসব তথ্য উপস্থাপন করেন। একই বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১০টায় সদর উপজেলার কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ ব্র্যান্ডিং বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। বিষয়গুলো হলো, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুত, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।
এছাড়া চুয়াডাঙ্গা জেলার উন্নয়নে নতুন স্টেডিয়াম নির্মাণ, মাথাভাঙ্গা নদীর ওপর কেস্টপুর ব্রিজ নির্মাণ, আলমডাঙ্গা ও দামুড়হুদায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ, সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, যুবউন্নয়ন অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণিসম্পদ অফিস, নির্বাচন অফিসের নতুন ভবন এবং জেলা কারাগার নির্মাণ। আনসার ব্যারাক কাম ব্যাটালিয়ন দফতর নির্মাণ, পুলিশ বিভাগের ফাঁড়ি নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপন, রতিরামপুরে ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ। ১৭১টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান ও কম্পিউটার ল্যাব স্থাপন। শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমী ভবন নির্মাণ, বড়গাংনী তদন্তকেন্দ্র নির্মাণ, ৪৩৬ মাদকব্যবসায়ীর আত্মসমর্পণ। জেলাকে ভিক্ষুকমুক্তকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, পুলিশ বিভাগ কর্তৃক শহরে সিসি ক্যামেরা স্থাপন, ৬ হাজার ৬২৪ জনকে ভিজিডি কার্ড এবং ৩ হাজার ৯৫৮ জনকে মাতৃত্বভাতা প্রদান, জামজামিতে ডিসি ইকো পার্ক স্থাপন প্রক্রিয়াধীন এবং ছুটিপুর-ভগিরতপুরে ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণ। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা, স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা, ইলেকট্রনিক্স, জাতীয় পত্রিকা, রেডিও প্রতিনিধিরা এবং আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।