স্টাফ রিপোর্টার: নায়িকা অপু বিশ্বাসের জীবনের অন্যতম সেরা দিন কোনটি? নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী। গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন শেষে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘ এক বছর পর আজ এলাম প্রাণের এফডিসিতে। অনেকের সাথে দেখা হলো, কথা হলো, হাসি-আড্ডা সবই হলো। নিঃসন্দেহে আজ জীবনের অন্যতম সেরা একটা দিন ছিলো। সবাইকে ধন্যবাদ এমন একটা সুন্দর দিন উপহার দেয়ার জন্য।’ ১০ মাসের বেশি সময় আড়ালে থাকার পর কিছুদিন আগে সন্তানসহ জনসমক্ষে আসেন অপু। অনেক দিন পর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। বললেন, গতকাল একটা পার্টিতে গিয়েছিলাম। দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। মনটা অনেক ফুরফুরে লাগছে। একটা বছর অনেকটা বন্দী জীবনের পর এটাই আমার বড় কোনো অনুষ্ঠানে যোগ দেয়া।